বিয়ে না করানোয় মাকে খুন করলো ছেলে

২৬ এপ্রিল ২০২৪, ১০:১০ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:১৬ PM
ঘাতক রা‌সেল‌

ঘাতক রা‌সেল‌ © সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে ছেলের হাতে রানু বেগম (৫৫) নামে মা খুন হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ফরিদগঞ্জ পৌর এলাকার কে‌রোয়া গ্রাম থেকে অভিযুক্ত ছেলে রা‌সেল‌কে আটক করে পুলিশ।

নিহতের স্বামী আতর খাঁন বলেন, আমার তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে রাসেল সবার ছোট। গত কয়েকদিন ধরে তাকে বিয়ে করানোর জন্য আমাদেরকে হুমকি-ধমকি দিয়ে আসছে। সে আমাকেও মেরেছে। আমি স্থানীয় একটি মাদ্রাসায় রান্নার কাজ করি। ছেলে দুপুর ২টা ৪৯ মিনিটে আমাকে ফোন দিয়ে বলে তার মাকে কে যেন ঘরে জবাই করে রাখছে। তখন আমি নিশ্চিত হয়েছি, স্ত্রী সন্তানের হাতেই খুন হয়েছে।

তিনি আরও বলেন, কল কেটে সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দেখি, স্ত্রীর লাশ বিছানায় পড়ে আছে। ছেলে পালিয়ে গেছে। পরে আমার চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসাইন আহমেদ রাজন শেখ বলেন, “আমি ঘটনাস্থলে এসেছি। কয়েকদিন ধরে ছেলে বাবা-মাকে হুমকি-ধমকি দিয়ে আসছে বিয়ে করানোর জন্য। এমন কথাও বলেছে, বিয়ে না করালে বাবা-মাকে খুন করে ফেলবে। এর বিচার হওয়া প্রয়োজন।”

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসপি সার্কেল পঙ্কজ কুমার। হত্যার শিকার নারীর স্বামী আতর খাঁন ও তার মেয়ে শাহিনের বক্তব্যনুযায়ী নিজের ছোট ছেলে রাসেল কর্তৃক হত্যার শিকার হয়েছেন তিনি। অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 
ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬