রিমান্ড শেষে কারাগারে জবি শিক্ষার্থী আম্মান

২০ মার্চ ২০২৪, ০৩:৪৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
অভিযুক্ত শিক্ষার্থী আম্মান সিদ্দিক

অভিযুক্ত শিক্ষার্থী আম্মান সিদ্দিক © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ছাত্রী ফাইরুজ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মামলার প্রধান আসামি রায়হান সিদ্দিকী আম্মানকে দুইদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে রিমান্ড শেষে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হলে বিচারক মো. আবু বকর সিদ্দিক দ্বীন ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই মামলায় অপর আসামি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবেদন করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শিবেন দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রিমান্ড শেষে দুই আসামিকে আদালতে তোলা হলে আদালত দুজনকে কারাগারে পাঠিয়েছেন। রিমান্ডে তারা যে সব তথ্য দিয়েছেন সেগুলো যাচাই-বাছাই করা হবে। প্রয়োজনে দুজনের আরও রিমান্ড চাওয়া হতে পারে।

এর আগে সোমবার (১৮ মার্চ) অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সহপাঠী রায়হান সিদ্দিকী আম্মানের দুইদিন ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলাম একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রোববার (১৭ মার্চ) বিকালে ঢাকা মহানগর পুলিশের কাছে থেকে তাদেরকে গ্রহণ করে কুমিল্লা জেলা পুলিশের একটি দল। শুক্রবার (১৫) মার্চ রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬