প্রকাশ্যে শিক্ষককে কুপিয়ে হত্যা

গোলাম রসূল লিটন
গোলাম রসূল লিটন  © সংগৃহীত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় প্রকাশ্যে এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের নলকুঁড়ি গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত গোলাম রসূল লিটন (৪৮) ওই গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয় কিন্ডারগার্টেনের শিক্ষক ছিলেন। পাশাপাশি বাড়ির পাশের কোচিং সেন্টারে প্রাইভেট পড়াতেন। আটক সাফায়াত আলী (৩৬) একই গ্রামের শাহ আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নলকুড়ি গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে গোলাম রসূল লিটন স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করেন। সন্ধ্যায় কিছু শিক্ষার্থীকে প্রাইভেট পড়াচ্ছিলেন তিনি। এ সময় সাফায়াত ধারালো অস্ত্র নিয়ে লিটনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া জানান, আটক সাফায়ত মাদকাসক্ত বলে জেনেছি। তবে ঠিক কী কারণে ওই শিক্ষককে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদে হত্যার কারণ জানা যাবে।


সর্বশেষ সংবাদ