বেইলি রোডে আগুন

প্রাণ হারালেন ভিকারুননিসার শিক্ষিকা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা লুৎফুর নাহার করিম ও তার মেয়ে জান্নাতি তাজরিন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা লুৎফুর নাহার করিম ও তার মেয়ে জান্নাতি তাজরিন  © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে ভবনে আগুন লাগার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা লুৎফুর নাহার করিম (৪৭) ও তার মেয়ে জান্নাতি তাজরিন (২৩) প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে স্ত্রী ও মেয়ের মরদেহ শনাক্ত করেন এম এ এইচ গোলাম মহিউদ্দিন। 

জানা গেছে, লুৎফুর নাহার ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। আর জান্নাতি ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গোলাম মহিউদ্দিন জানান, তার স্ত্রীর দাঁতে ব্যথা ছিল। এ জন্য মেয়েকে নিয়ে হাসপাতালে যান। ফেরার পথে কাচ্চি খেয়ে আসার পরামর্শ দেন তিনি। স্ত্রী-মেয়ের মৃত্যুর জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে তার।

আরো পড়ুন: বেইলি রোডের ভয়াবহ আগুনে বুয়েটের দুই শিক্ষার্থী মারা গেছেন

বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডের ভবনটিতে আগুন লাগে। এতে অন্তত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে। কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় এ সংখ্যা আরও বাড়তে পারে।


সর্বশেষ সংবাদ