গভীর রাতে দুর্বৃত্তের আগুনে পুড়ল তিন বিদ্যালয়

০৬ জানুয়ারি ২০২৪, ১০:৩৯ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা

কালিয়াকৈর উপজেলার বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা © সংগৃহীত

গাজীপুর মহানগরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এর মধ্যে ওয়্যারলেস গেট এলাকায় টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয় এবং ভোটকেন্দ্র হওয়া কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের বাঁশতলী ও পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

জানা গেছে, রাত আড়াইটার দিকে টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে, সোয়া ১টার দিকে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পরে বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আগুন দেওয়া হয়েছে। এরমধ্যে টিঅ্যান্ডটি হাইস্কুলের ৯টি কক্ষ, কম্পিউটার ও টিভি ছাড়াও বইপত্র পুড়ে গেছে।

পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলমারির বইপত্র এবং বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের নতুন বই ও শিক্ষা উপকরণ পুড়ে গেছে। এ দুই বিদ্যালয়ে গাজীপুর-১ আসনের ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। 

টিঅ্যান্ডটি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান জানান, রাতে নাইট গার্ড মো. আফাজ উদ্দিন স্কুলে অগ্নিকাণ্ডের খবর জানান। পরে তিনি ফায়ার স্টেশনসহ এলাকার লোকজনকে খবর দেন। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ৯টি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে চারটি কম্পিউটার, পাঁচটি ট্যাব, স্মার্ট টেলিভিশন, চারটি আলমারিসহ গুরুত্বপূর্ণ সামগ্রী পুড়ে গেছে।

গার্ড আফাজ উদ্দিন জানান, তিনি স্কুলের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। ২টা ৩৫মিনিটের দিকে শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। এ সময় পূর্বদিকের শ্রেণিকক্ষে আগুন ও কয়েকজনকে পালিয়ে যেতে দেখতে পান।

আরো পড়ুন: ‘বাচ্চাসহ বউ পুড়ে গেছে আমি বের হয়ে আর কী করব’

গাজীপুর-চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টিঅ্যান্ডটি হাইস্কুল এবং পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগুন নিয়ন্ত্রণে আনে। দুটি স্কুলেই দাহ্যপদার্থ ঢেলে অগ্নিসংযোগের আলামত মিলেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান বলেন, বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগুন এলাকাবাসী নিয়ন্ত্রণ করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল-আরেফিন জানান, পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষের জানালা দিয়ে পেট্রোল ও আগুন ছুড়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকীতে দুদিনের কর্মসূচি, বিজ্ঞপ্তি …
  • ১৮ জানুয়ারি ২০২৬
একটি নির্দিষ্ট ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন স্নাতক পাসেই
  • ১৮ জানুয়ারি ২০২৬
পুলিশ কোনো রাজনৈতিক দলের রক্ষক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ১৮ জানুয়ারি ২০২৬
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
গ্রিনল্যান্ড ইস্যুতে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও ইউরোপ
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9