চারটি ভোটকেন্দ্রে আগুন, ককটেল উদ্ধার

০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
রাজশাহীর চারটি ভোটকেন্দ্রে আগুন লেগেছে

রাজশাহীর চারটি ভোটকেন্দ্রে আগুন লেগেছে © সংগৃহীত

রাজশাহীর তিনটি উপজেলার অন্তত চারটি ভোটকেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে বাঘা, বাগমারা ও মোহনপুর উপজেলায় এ ঘটনা ঘটে। বাঘার একটি ভোটকেন্দ্রে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা পুলিশের। অন্য তিনটিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানানো হয়েছে। বাগমারার ভোটকেন্দ্রটি থেকে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।

কেন্দ্র চারটি হলো- বাঘার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুরের মতিহার উচ্চ বিদ্যালয় এবং বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয়। মতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান বলেন, রাতে স্কুলের একটি শ্রেণিকক্ষে আগুন দেওয়া হয়েছে। এতে কয়েকটি বেঞ্চ, চেয়ার ও টেবিল পুড়ে গেছে।

বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, আক্কেলপুর উচ্চ বিদ্যালয়ে আগুন দিলে স্থানীয়রা নিয়ন্ত্রণে আনে। এ ভোটকেন্দ্রের সামনে দুটি তাজা ককটেল পাওয়া গেছে।

আরো পড়ুন: যেভাবে এল নির্বাচন ও ভোট দেওয়ার ধারণা

বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভোট কেন্দ্রের ক্ষতি হয়নি। এদিকে আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে আগুন রাগে। এতে বই ও আসবাবপত্র পুড়ে যায়।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যা…
  • ৩১ জানুয়ারি ২০২৬