শাহবাগে বিএসএমএমইউ হাসপাতালের সামনে বাসে আগুন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৭ PM
রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ স্পেশালাইজড হাসপাতালের সামনে ‘তরঙ্গ প্লাস’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে তরঙ্গ প্লাস পরিবহনের একটি আগুন দেওয়া হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশ প্রটেকশনে ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’