বন্ধুর শখ পূরণ করতে টাকা চুরি করে ৩ স্কুলশিক্ষার্থী কক্সবাজারে

  © সংগৃহীত

সহপাঠির সমুদ্র দেখার শখ মেটাতে কুড়িগ্রামের স্কুলপড়ুয়া তিন বন্ধু মিলে তাদের পরিবারের টাকা চুরি করে কক্সবাজার যায়। এদিকে নিখোঁজ হওয়ার তথ্য পেয়ে প্রযুক্তিগত সহায়তায় তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ জানায়, গত ১৬ নভেম্বর কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয় বলে জানানো হয়। তারা ওই ইউনিয়নের বেলদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনী পড়ুয়া ফরহাদ হোসেন, তার অপর দুই সহপাঠি মিম খাতুন এবং তানিয়া খাতুন। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়।

এর প্রেক্ষিতে নিখোঁজ ছাত্র-ছাত্রীদের পরিবারের লোকজন ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজ স্কুল ছাত্র-ছাত্রীদের হারানোর বিষয়ে জিডির প্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অনুসন্ধান কার্যক্রম শুরু করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদরের ডলফিন মোড় এলাকা থেকে তাদের উদ্ধার করে ভুরুঙ্গামারী থানা পুলিশ।  

উদ্ধারের পর তারা পুলিশকে জানায়, তানিয়ার দীর্ঘদীনের শখ সে কক্সবাজার সমুদ্র সৈকতে যাবে। কিন্তু তার বয়স কম হওয়ায় তার সহপাঠি ফরহাদ হোসেন এবং মিম খাতুনের শরণাপন্ন হয়। পরবর্তীতে তারা তিন সহপাঠি মিলে পরিকল্পনা করে পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে কক্সবাজার চলে যায়।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ