মাছ ধরতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৮:২২ PM , আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ০৮:৩০ PM
নেত্রকোনার দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন মুস্তাফিজুর রহমান (৩২) নামে এক শিক্ষক। বুধবার (১১ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের বারমারি লক্ষিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হাফেজ মুস্তাফিজুর রহমান নেত্রকোনার জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনি মাদ্রাসার নূরানী বিভাগের প্রধান ছিলেন বলে জানা গেছে। তিনি সদর ইউনিয়নের লক্ষিপুর গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে ডোবায় মাছ ধরার জন্য নামেন মোস্তাফিজুর। এ সময় পানি নিষ্কাশনের জন্য ইলেকট্রিক মোটর বসান। পরে এ মোটরের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় শিক্ষকের বিরুদ্ধে মামলা
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে মোস্তাফিজুর বিদ্যুৎতায়িত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।