ট্রাকচাপায় মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:০৮ PM
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক মাদ্রাসা শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। নিহত শিক্ষকের নাম হাবিবুর রহমান হাশেম (৪৫)। তিনি ইটনা উপজেলার চৌগাংগা পুরান বাজার ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। হাশেম চৌগাংগা কমলভোগ গ্রামের হাজী মো: সমির উদ্দিনের ছেলে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে করিমগঞ্জ সরকারি কলেজের পাশে বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অপরজন হলেন- তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের কাজলা বগারবাড়ি গ্রামের মৃত হাফিজউদ্দিনের ছেলে সম্রাট মিয়া (৩৫)। পেশায় তিনি ভাড়ায় মোটরসাইকেল চালক।
হাবিবুর রহমান হাশেমের ভাগ্নিজামাই হারুনুর রশীদ জানান, করিমগঞ্জ ফাজিল মাদ্রাসায় আলীম পরীক্ষায় ডিউটি ছিল হাশেম মাষ্টারের। সকালে বাড়ি থেকে সম্রাটের মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন তিনি। করিমগঞ্জ সরকারি কলেজ মোড়ে পৌঁছামাত্রই একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি চলন্ত ট্রাকের নিচে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ঘটনাস্থলেই নিহত হন।
করিমগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) মাজাহর ইসলাম জানান, এ ঘটনায় ট্রাকটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
করিমগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা সড়ক থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।