পিকনিকের ট্রলার ডুবিতে নিহত বেড়ে ৮

ট্রলার ডুবিতে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল
ট্রলার ডুবিতে নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল  © সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশুসহ আট যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি জীবিত উদ্ধার করা হয়েছে ৩৪ জনকে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অন্তত পাঁচ জন।

লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার মাঝামাঝি ইছামতি নদীর ডহরী-তালতলা খালের রসকাঠি এলাকায় শনিবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটেছে। ট্রলারটিতে ৪৬ জন যাত্রী ছিলেন।

ঘটনার পর নিখোঁজ যাত্রীদের উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, তাদের মধ্যে দু’জন পুরুষ, চারজন নারী ও দুই শিশু রয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ডুবুরি দল।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের ৪৬ জন পদ্মা নদীতে ট্রলারে করে পিকনিকে যায়। তারা সবাই একে-অপরের আত্মীয়স্বজন। পিকনিক শেষে সাউন্ড সিস্টেম বাজিয়ে রাতে তালতলা-গৌরগঞ্জ খাল দিয়ে লতব্দী ইউনিয়নের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে বাল্কহেড বালু আনতে পদ্মা নদীর দিকে যাচ্ছিল।

লৌহজং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. আবদুল মতিন জানান, ট্রলারটিতে ৪৬ জন নারী-পুরুষ ছিল। রাত সাড়ে ৮টার দিকে বাল্কহেডটি ট্রলারের ওপর উঠে যায়। এতে সেটি তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়।


সর্বশেষ সংবাদ