ইসির নিয়োগ
লিখিত পরীক্ষার প্রতারণা ধরা পড়ল মৌখিক পরীক্ষায়, গ্রেফতার ৭
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ০৪:৫৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৩, ০৪:৫৪ PM
অফিস সহায়ক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় প্রতারণার দায়ে সাতজনকে পুলিশে সোপর্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ জুলাই) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় এজাহার দায়ের করা হয়েছে।
মো. আশাদুল হক জানান, নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস সহায়ক পদে গত ৩১ মার্চ এমসিকিউ ও ১৯ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় কতিপয় পরীক্ষার্থী প্রতারণার মাধ্যমে উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
মৌখিক পরীক্ষা গ্রহণকালে প্রশ্নোত্তরে লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে তাদের বক্তব্যের অসামঞ্জস্যতা পরিলক্ষিত হওয়ায় তাদের হাতের লেখা পরীক্ষা করা হয়।
এ সময় তাদের হাতের লেখার সঙ্গে উত্তরপত্রের হাতের লেখার অমিল পাওয়া যায়। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে তারা পরীক্ষায় জালিয়াতির বিষয়টি স্বীকার করেন। পরে তাদের শেরে বাংলা নগর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে—জানান তিনি।
যেসব পরীক্ষার্থী প্রতারণার মাধ্যমে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে রয়েছেন-সাতক্ষীরার প্রতাপনগরের ফজর আলী সানার ছেলে হাফিজুর রাহমান, কিশোরগঞ্জের ভাংনাদীর করিম মিয়ার ছেলে মো. ইরাম মিয়া, নীলফামারীর পূর্ব কেতকীবাড়ীর সোহরাফ আলীর ছেলে রিপন ইসলাম।
এছাড়াও পরীক্ষায় প্রতারণার আশ্রয় নিয়েছেন রংপুরের চন্দনপাট এলাকার বরেন চন্দ্রের ছেলে পলাশ চন্দ্র, রংপুরের ভক্তিপুরের মো. মোজাফফর রহমানের ছেলে মো. তারিকুজ্জামান, বগুড়ার ফুলবাড়ী নয়া পাড়ার লোকমান হোসেনের ছেলে মো. নুর মোহাম্মদ, নীলফামারীর গোলাহাটের মো. খলিলুর রহমানের ছেলে মো. আব্দুল্লাহ।