অ্যাডমিট কার্ড নিয়ে হুলস্থুল

শিক্ষক নিয়োগ পরীক্ষায় আবেদন করলেন সানি লিওন!

অ্যাডমিট কার্ড ও সানি লিওন
অ্যাডমিট কার্ড ও সানি লিওন  © সংগৃহীত

শিক্ষক হওয়ার পরীক্ষায় বসছেন প্রাক্তন অ্যাডাল্ট ফিল্ম অভিনেত্রী সানি লিওন! তাঁর ছবিসহ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনীতির কচকচানি। ঘটনাটি ভারতের কর্নাটকের।

সে রাজ্যে টেট পরীক্ষা  (TET Exam) শুরু হয়েছে। পরীক্ষার্থীদের কাছে অ্যাডমিট কার্ডও পৌঁছে গিয়েছে। গত রবিবার ছিল পরীক্ষা। শিবমোগা জেলার এক ছাত্রী দেখেন, অ্যাডমিট কার্ডে তাঁর ছবির জায়গায় সানি লিওনের ছবি বসানো রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্য শিক্ষা দফতরের হাল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বিষয়টি নিয়ে সরকারের বিরুদ্ধে আক্রমণে নেমেছে কংগ্রেস। রাজ্য কংগ্রেসের নেটমাধ্যমের চেয়ারপার্সন বি আর নায়ডু মঙ্গলবার সেই অ্যাডমিট কার্ড প্রকাশ্যে এনেছেন। তিনি টুইট করেন, রাজ্যে শিক্ষক নিয়োগের পরীক্ষা হচ্ছে। অথচ দেখা যাচ্ছে, এক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে তাঁর ছবির বদলে সানি লিওনের ছবি বসানো হয়েছে। যে দল বিধানসভার ভিতরে বসে পর্ন ছবি দেখতে পারে, তাদের কাছ থেকে এর থেকে বেশি কী আশা করা যায়!

সানি লিওনের ছবি লাগানো অ্যাডমিট কার্ড নিয়ে যখন রাজ্যে শোরগোল পড়েছে, বিরোধীরা আক্রমণ শানাচ্ছেন। তখন রাজ্য শিক্ষা দফতর এ প্রসঙ্গে পাল্টা একটি বিবৃতি জারি করেছে। 

সেই বিবৃতিতে বলা হয়েছে, চাকরিপ্রার্থীদের ছবি আপলোড করতে হয়। যে ছবি দেওয়া হয়, সিস্টেমে সেই ছবিই আসে। ওই চাকরিপ্রার্থীকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি সানি লিওনের ছবি আপলোড করেছেন? তখন ওই প্রার্থী জানিয়েছেন, তাঁর স্বামীর বন্ধু পরীক্ষার সমস্ত তথ্য আপলোড করেছেন।

তবে এ বিষয়ে ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করেছে রাজ্য শিক্ষা দফতর। কোথায় ভুল হয়েছে, কাদের ভুল হয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence