জুলাই আন্দোলনের নারীরা পেলেন মার্কিন অ্যাওয়ার্ড
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১১:৩৩ PM , আপডেট: ৩০ মার্চ ২০২৫, ১২:৪৫ AM

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ‘ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী একদল সাহসী নারী। শনিবার (২৯ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আগামী ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও এবং ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্প এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানটি পরিচালনা করবেন। নারী আন্দোলনকারীদের যৌথ এই স্বীকৃতিটি জুলাই আন্দোলনের নারীদের জন্য অত্যন্ত সম্মানজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ওয়েবসাইট থেকে পাওয়া তথ্যমতে, গত বছর জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে সহিংস দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে একদল সাহসী নারী ছিলেন। হুমকি ও সহিংসতা সত্ত্বেও তারা নিরাপত্তা বাহিনী এবং পুরুষ বিক্ষোভকারীদের মধ্যে দাঁড়িয়ে অসাধারণ সাহসিকতা প্রদর্শন করেছিলেন।
এতে বলা হয়, যখন পুরুষ সহকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল, তখন এই নারীরা ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ থাকার সময়ও সেন্সরশিপ প্রচেষ্টাকে উপেক্ষা করে যোগাযোগ চালিয়ে যাওয়ার এবং বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার জন্য উদ্ভাবনী উপায় খুঁজে পেয়েছিলেন। অনিশ্চয়তার মধ্যে এই নারীদের সাহসিকতা এবং নিঃস্বার্থতা ছিল সাহসের সংজ্ঞা।
প্রসঙ্গত, ২০০৭ সাল থেকে পররাষ্ট্র দফতর ৯০টিরও বেশি দেশের ২০০ জনেরও বেশি নারীকে পুরস্কার দিয়ে স্বীকৃতি দিয়েছে। বিদেশে মার্কিন কূটনৈতিক মিশনগুলো তাদের নিজ নিজ আয়োজক দেশ থেকে একজন সাহসী নারীকে মনোনীত করে এবং চূড়ান্ত প্রার্থীদের নির্বাচন করা হয় এবং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুমোদন করেন।