বরগুনায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
- বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৩ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১০:৫৬ PM

বরগুনার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিরকে গ্রেপ্তার করেছে বরগুনা সদর থানা পুলিশ। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় ২ নম্বর গৌড়িচন্না ইউনিয়নের নিজ বাড়ির সামনে মসজিদে নামাজ শেষে বের হবার পর তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ বিশেষ ক্ষমতা আইনে বরগুনা সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় ২২ জন আসামিসহ ৭০ থেকে ৮০ জন অজ্ঞাতনামা আসামি ছিল। তদন্তে মনিরুল ইসলামের নাম আসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রসঙ্গত, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের আপন ছোট ভাই ২ নম্বর গৌড়িচন্না ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তানভিরকে সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণের ভিডিওতে দেখা যায়। পরে ওই ভিডিও ভাইরালও হয়।