রামগঞ্জে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল 

ইফতার ও দোয়া মাহফিল 
ইফতার ও দোয়া মাহফিল   © সংগৃহীত

জুলাই বিপ্লবে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের শহীদ ও আহতদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম।

মাহফিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পক্ষ থেকে জুলাই বিপ্লবে রামগঞ্জের শহীদ ও আহতদের পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। 

প্রধান অতিথির বক্তব্যে মাহবুব আলম বলেন, রামগঞ্জকে দুর্নীতি-সিন্ডিকেট, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। রামগঞ্জে যেসব সরকারি প্রতিষ্ঠান আছে তাদের জনগণের প্রকৃত সেবক হিসেবে নিজেদের নিয়োজিত রাখতে হবে। জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার জন্য আওয়ামী ফ্যাসিবাদ যাতে রামগঞ্জে কোনোভাবে মাথাছাড়া দিতে না পারে সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জের প্রতিনিধি কমিটির সদস্য মাইন উদ্দিন মাসুদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো তোফায়েল আহম্মদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো নাজমুল হোসেন পাটওয়ারী, রামগঞ্জ মডেল কলেজের শিক্ষক হারুনুর রশিদ, ইসলামী আন্দোলন রামগঞ্জ শাখার শিক্ষা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা কামাল উদ্দিন প্রমুখ। সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির রামগঞ্জের প্রতিনিধি কমিটির সদস্য মাসুম বিল্লাহ।


সর্বশেষ সংবাদ