মায়ের কোল থেকে ছিটকে পড়ে গাড়ির চাকায় পিষ্ট শিশু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১১:০০ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ১১:০০ PM

মা-বাবা আর নানা-নানির সঙ্গে খুশির একটি আয়োজনে যাচ্ছিল চার মাসের শিশু নাঈম। মায়ের কোলেই ছিল সে। কিন্তু একটি অসাবধান মুহূর্ত বদলে দিল সবকিছু। ব্যাটারিচালিত ভ্যানে করে যাওয়ার সময় মোড় ঘোরার সময় নাঈম ছিটকে পড়ে যায় মায়ের কোল থেকে। এর মধ্যেই বিপরীত দিক থেকে ছুটে আসা একটি করিমন গাড়ি এসে তাকে পিষ্ট করে। ঘটনাস্থলেই প্রাণ হারায় ফুটফুটে শিশুটি।
শুক্রবার (৪ এপ্রিল) মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে কুষ্টিয়ার কুমারখালীতে। এদিকে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজধানীতে একজন করে নিহত হয়েছেন।
নাঈমের বাড়ি কুমারখালীর চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামে। বাবা নাজমুল হোসেন পেশায় রিকশাচালক। পরিবার জানায়, পাশের উপজেলা খোকসায় এক আত্মীয়ের বাড়িতে সুন্নতে খতনার অনুষ্ঠানে অংশ নিতে ব্যাটারিচালিত ভ্যানে করে যাচ্ছিল তারা। গাড়িটি আমতলা মোড় এলাকায় পৌঁছালে বাঁক ঘোরার সময় শিশু নাঈম মায়ের কোল থেকে সড়কে পড়ে যায়। তখনই সামনে থেকে আসা ইঞ্জিনচালিত করিমন গাড়িটি এসে তাকে চাপা দেয়। দ্রুত উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক চালক আমিনুলকে ধরে মারধর করে এবং পরে পুলিশে দেয়। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শুধু কুষ্টিয়ায় নয়, দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরও কয়েকজনের মৃত্যু হয়েছে শুক্রবার।
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় মাটি বহনকারী একটি ডাম্প ট্রাকের চাপায় শফিউল্লাহ মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ছিলেন কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ইউএনওর নিরাপত্তায় কর্মরত আনসার কমান্ডার (পিসি)। ভোরে উপজেলা হাসপাতালের সামনে সড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়েন তিনি। নিহত শফিউল্লাহর বাড়ি দেলদুয়ারের মৌলভীপাড়া গ্রামে।
রাজধানীর মুগদার মানিকনগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন সুমি আক্তার (৩২) নামে এক নারী। বৃহস্পতিবার রাতে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোই ছিল তাঁর পেশা। তিনি মানিকনগরের ওয়াসা রোড এলাকায় স্বামী মাহফুজ রহমানের সঙ্গে বসবাস করতেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দিলীপ বড়ুয়া (৪৫)। শুক্রবার বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের মঘাইছড়ি এলাকায় ঘটে এ দুর্ঘটনা। এতে আহত হয়েছেন আরও দু’জন, যাদের মধ্যে একজন নারী।
এছাড়া গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রতিদিন সড়কে প্রাণ ঝরার এই মর্মান্তিক দৃশ্যগুলো কেবল একটি পরিসংখ্যান নয়, প্রতিটি হারানো প্রাণের পেছনে রয়েছে অসহ্য যন্ত্রণা, অপূর্ণতা আর শোকসন্তপ্ত পরিবার। দায়িত্বশীলতা, সচেতনতা ও কার্যকর ব্যবস্থা ছাড়া এমন মৃত্যু থামানো কঠিন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।