সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

নিহত ফারুক
নিহত ফারুক  © সংগৃহীত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের আনন্দপুর গ্রামে। নিহতের নাম মোহাম্মদ ফারুক (৪৩)।

নিহতের ছোট ভাই মোহাম্মদ ইমন বলেন, বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে মক্কা থেকে ১২০ কিলোমিটার দূরে আল লাম লাম (মিকাত) এলাকায় ফারুক রাতে গাড়ি নিয়ে বের হয়েছিলেন। মিকাত এলাকায় দুটি প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ফারুক মারা যান। সাত বছর আগে ফারুক সৌদি আরবে যান। সেখানে গাড়িচালক হিসেবে কাজ করছিলেন। 

সৌদি আরবে থাকা ফারুকের আত্মীয় মো. শাহ আলম শাহপরান জানান, ফারুকের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। চার ভাইয়ের মধ্যে তিনি বড়। তার স্ত্রী ও দুটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।


সর্বশেষ সংবাদ