প্রথম বাংলাদেশি হিসেবে এমন রেকর্ড মিরাজের

মেহেদী হাসান মিরাজ
মেহেদী হাসান মিরাজ   © সংগৃহীত

তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টেস্টে দুইশ উইকেট শিকারির তালিকায় নাম লেখালেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের শেষ ইনিংসে ৫ উইকেট নিয়ে নিজের দুইশতম উইকেট পূর্ণ করেন তিনি।

বুধবার (২৩ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরেছে টাইগাররা।

গত রোববার থেকে শুরু হওয়া টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নাজমুল হাসান শান্ত। কিন্তু ব্যাটারদের বাজে পারফরম্যান্সে প্রথম দিনেই ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে বড় স্কোরের দিকে এগিয়ে যাওয়া সফরকারীদের ইনিংস মিরাজের ফাইফারে ২৭৩ রানে আটকে যায়। 

তৃতীয় ইনিংসে ৮২ রানের লিড কেটে বড় ইনিংসের স্বপ্ন দেখলেও চতুর্থ দিনের শুরুতেই টাইগার ব্যাটারদের ছন্দপতন ঘটে। স্কোরবোর্ডে ১১২ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। বাকি ৬ উইকেটে ৬১ রান যোগ করে মাত্র ১৭৪ রানের টার্গেট দেয় টাইগাররা। ৬০ রান নিয়ে খেলতে নেমে কোনো রান যোগ না করেই আউট হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৭ উইকেটের বিনিময়ে চতুর্থ দিনেই লক্ষ্যে পৌঁছায় জিম্বাবুয়ে।

ম্যাচ হারলেও প্রথম ইনিংসের মতো বোলিংয়ে দাপট দেখান মিরাজ। আগের ইনিংসে ৩৫ রান করে দলের স্কোর বড় করা নিয়াশা মায়াভো’কে বোল্ড করে ম্যাচে নিজের দ্বিতীয় পাঁচ উইকেট ও দুইশ উইকেটের রেকর্ড গড়ে মিরাজ কিছুটা রোমাঞ্চ এনে দেন। ২২ দশমিক ১ ওভারে ৫০ রান খরচায় তিনি পাঁচ উইকেট শিকার করেছেন।

টেস্ট ক্রিকেটে দুইশ উইকেটে রেকর্ডে তৃতীয় বাংলাদেশি মিরাজের সামনে আছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সবার উপরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

দুইশ উইকেট শিকারে মিরাজ ৫২ টেস্টে ৯১ ইনিংস খেলেছেন। ওভারপ্রতি তার ইকোনমি রেট ৩.১৫। 

রেকর্ড খাতায় তার ওপরে থাকা তাইজুল ইসলাম ৫২ টেস্টে ৯৩ ইনিংস খেলে ২১৯ উইকেট শিকার করেছেন। ৭১ টেস্টে ১২১ ইনিংস খেলা সাকিব আল হাসানের রেকর্ডে ২৪৬ উইকেট।


সর্বশেষ সংবাদ