চুনতিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ০১:৩১ AM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৫, ০১:৪৫ AM

চট্টগ্রামের লোহাগাড়ার সেই চুনতি জাঙ্গালিয়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে দুটি হাইয়েস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র তানিফা আহমেদ।
বুধবার (২ এপ্রিল) সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।
এদিন রাত সাড়ে ১০ টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির অন্যতম মুখপাত্র উমামা ফাতেমা।
পোস্টে উমামা লেখেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর মিরপুর মডেল থানার সহ-মুখপাত্র,তানিফা আহমেদ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'
তিনি আরও বলেন, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিটি ধাপে তানিফা আহমেদ সততা, নিষ্ঠা ও একনিষ্ঠতার সঙ্গে কাজ করে গেছেন। তার অকালে চলে যাওয়া সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, "আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন। আমিন।'