রংপুরে সড়ক দুর্ঘটনায় ২ তরুণ নিহত

নিহত মোটরসাইকেল আরোহী আশিক
নিহত মোটরসাইকেল আরোহী আশিক  © টিডিসি ফটো

রংপুরের বদরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ মঙ্গলবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বদরগঞ্জ উপজেলার টেক্সেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি আশিক (১৭), উপজেলার মধুপুর ইউনিয়নের পাকারমাথা ধনতোলা গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে। আহতদের মধ্যে রয়েছেন রিপন (১৬) ও লিপ্ত (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে করে চারজন দ্রুতগতিতে যাচ্ছিলেন। তাদের সামনে একটি ব্যাটারিচালিত চার্জারভ্যান ধীরগতিতে চলছিল। একপর্যায়ে মোটরসাইকেল আরোহীরা পাশাপাশি কথা বলতে বলতে চালিয়ে যাচ্ছিলেন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চার্জারভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে চার আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মারা যান এক যুবক। গুরুতর আহত অবস্থায় আশিককে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বদরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান জানান, নিহত আশিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরজনের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।


সর্বশেষ সংবাদ