সন্তানকে ভর্তিযুদ্ধে পাঠিয়ে উৎকণ্ঠিত অপেক্ষা অভিভাবকদের

পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা
পরীক্ষা কেন্দ্রের বাইরে অভিভাবকদের অপেক্ষা  © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত দেশের ১৯ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় ইবির ২টি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

তবে পরীক্ষার্থীর সাথে সাথে অভিভাবকদেরও ছিল অন্যরকম এক যুদ্ধ। আদরের সন্তানকে পরীক্ষার হলে পাঠিয়ে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বাইরে অপেক্ষায় ছিলেন হাজারো অভিভাবক। দীর্ঘ এক যুগের লালিত স্বপ্ন বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাওয়া সন্তানদের স্বপ্ন পূরণে তাদের ছায়াসঙ্গী হয়ে ছিলেন অভিভাবকরা। কারও সঙ্গে এসেছেন মা, কারও সঙ্গে এসেছেন বাবা, আর কারও সঙ্গে এসেছেন ভাই-বোন, আবার কারও সঙ্গে চাচা কিংবা অন্যান্য অভিভাবকরা। সন্তানদের পরীক্ষার হলে পাঠিয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপেক্ষা করছেন অগণিত অভিভাবক। 

সরেজমিনে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের পাশে, থানা গেটের বিশ্রামাগার, কেন্দ্রীয় শহীদ মিনার, ডায়না চত্বর, খেলার মাঠ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে গাছপালার ছায়ায় অভিভাবকদের উপস্থিতি প্রবলভাবে লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে অভিভাবকদের বিশ্রামের জন্য বসার বন্দোবস্ত থাকলেও অনেকেই সময় কাটিয়েছেন একান্ত নিরিবিলিতে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে। 

এসব স্থান ঘুরে দেখা যায়, অভিভাবকদের চোখে-মুখে চিন্তার ভাজ। দূরদূরান্ত থেকে আসা অভিভাবকদের কেউ একে অপরের সঙ্গে গল্প করছেন আবার কেউ পত্রিকা পড়ে সময় কাটাচ্ছেন। অনেক মায়েদের দেখা গেছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনারত অবস্থায়। তীব্র গরম আর ক্লান্তি ভুলে স্বপ্ন দেখছেন অভিভাবকরা, দেখে মনে হচ্ছে সম্ভব হলে অভিভাবকরা নিজেরাই যেন সন্তানের ভর্তি পরীক্ষা দিয়ে দিতেন।

অভিভাবক কর্নারে বসে সন্তানের জন্য অপেক্ষারত কুষ্টিয়া থেকে আসা এক অভিভাবক বলেন, আমার ছেলের পরীক্ষার জন্য এসেছি। ছেলেটা পরীক্ষায় বসার পর থেকেই সার্বক্ষণিক চিন্তায় হচ্ছে। মনোবল শক্ত করে রাখতে বলেছি যাতে নার্ভাস না হয়। দোয়া করছি, আল্লাহ যেন ভালো ভাবে পরীক্ষা দেওয়ান। গতবারের তুলনায় এবারে প্রশাসনের আয়োজন ভালো লেগেছে। ভেতরে কাউকে যেতে দিচ্ছে না, এটা ভালো দিক। 

মেহেরপুর থেকে আসা আরেক শিক্ষার্থীর মা বলেন, আল্লাহর কাছে শুধু দোয়া করছি যাতে মেয়েটার পরীক্ষাটা ভালো হয়, বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। সে অনেকদিন যাবত পরিশ্রম করছে। প্রস্তুতি ভালো নিয়েছে, এর আগে স্কুলে অনেক ভালো ফলাফল করেছে। আল্লাহ যেন ওকে সফলতা দান করেন এটাই প্রার্থনা। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence