জুলাই আন্দোলনে আহতদের জন্য ছাত্রদলের ইফতার
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ১১:৪২ PM , আপডেট: ২৯ মার্চ ২০২৫, ১১:৪২ PM

জুলাই আন্দোলনে আহত হয়ে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন আছেন, এমন ব্যক্তিদের মধ্যে ইফতারি বিতরণ করেছে ছাত্রদল। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা শহীদ পরিবারের পাশাপাশি আহত ব্যক্তিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই ইফতারি বিতরণ করা হয়। আজ শনিবার (২৯ মার্চ) বিকেলে ছাত্রদলের প্রচার সম্পাদক শরীফ প্রধান ইফতারসামগ্রী পৌঁছে দেন। ইফতারি বিতরণ শেষে ছাত্রদলের নেতাকর্মীরা আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন ও সার্বিক খোঁজ-খবর নেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
এ বিষয়ে শরীফ প্রধান শুভ বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে নতুন বাংলাদেশ। একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সার্বক্ষণিক কাজ করছে ছাত্রদল। নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণ ছাত্রদলের অঙ্গীকার। একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল মানবিক, সাম্য ও অগ্রযাত্রার বাংলাদেশ গড়তে জনগণের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আজকের এ ক্ষুদ্র প্রয়াস। যাদের ত্যাগের বিনিময়ে আজকের এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ, সকলের উচিত সুখে দুঃখে তাদের পাশে থাকা। ছাত্রদল অতীতের ন্যায় সবসময় তাদের পাশে থাকবে।
তিনি বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনার বিচার দাবি করছি। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা যাতে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ না পায় সেজন্যে সবাই সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।