স্ত্রীর করা যৌতুক দাবির মামলায় গ্রেফতার বেরোবি কর্মকর্তা
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৫:০৭ PM , আপডেট: ০৬ জুন ২০২৩, ০৫:০৭ PM
যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। সোমবার (৫ জুন) রাতে তাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ।
মামলার এজাহারে বলা হয়েছে, আসামী মো. আরিফুল ইসলাম এর সহিত লায়লা আরজুমান বানুর ইসলামী শরিয়ত অনুসারে বিবাহ হয়। সংসার করাকালীন প্রায় সময় ১নং আসামী মো. আরিফুল ইসলাম ২নং আসামী মোছা. আরিফা জামান মনির কু-প্ররোচনায় নিকট লায়লার বাবার বাড়ি থেকে যৌতুকের ৫০,০০০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা নিতে বলে।
লায়লা তার দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় একপর্যায়ে ১নং আসামী যৌতুকের জন্য তাকে খাটের উপর ফেলে গলা চেপে ধরে শ্বাস রোধের মাধ্যমে হত্যার চেষ্টা করে—বলেও উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই কর্মকর্তার স্ত্রী থানায় মামলা করেছিলেন। সেই মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে তাকে গ্রেফতার করে চালান দেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলামের কাছে জানতে চাইলে তার নিকট এ বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন।