মেসেঞ্জার গ্রুপে প্রশ্ন পাঠিয়ে নকল সংগ্রহ, বহিষ্কার ৫ এসএসসি পরীক্ষার্থী

  © টিডিসি ফটো

চাঁদপুরের মতলবে এসএসসি পরীক্ষায় নকল করার অপরাধে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মোবাইল ম্যাসেঞ্জারে নকল সরবরাহের মাধ্যমে পুরো পরীক্ষা পার করেছেন তারা। শেষ রক্ষা আর হয়নি তাদের। ধরা পড়লো এসি-ল্যান্ডের হাতে। 

শনিবার (২৭ মে) দুপুর ১২টার দিকে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তাদের বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার। আজ ছিল পদার্থ বিজ্ঞানের পরীক্ষা।

ওই পাঁচ শিক্ষার্থী উপজেলার বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ও মতলবগঞ্জ জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

তাসনিম আক্তার জানান, পরীক্ষার শুরু থেকে ওই পাঁচ শিক্ষার্থী নকল করে আসছিল। তাদের কাছে স্মার্টফোন থাকতো। আর এই পাঁচ জনের একটা মেসেঞ্জার গ্রুপ ছিল। বাইরে থেকে চার জনের একটি গ্রুপ তাদেরকে মেসেঞ্জারের মাধ্যমে নকল সরবরাহ করা হতো। তাদেরকেও আটকের চেষ্টা করা হচ্ছে।

হল সুপার সিরাজুল ইসলাম বলেন, পরীক্ষা কেন্দ্রে শুধু কেন্দ্র সচিব মোবাইল ব্যবহার করতে পারবেন, তাও স্মার্ট ফোন নয়। ৫ জন পরীক্ষার্থী হলে কীভাবে মোবাইল নিয়ে ঢুকলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence