ফেসবুকে পোস্ট নিয়ে তর্ক, কলেজছাত্রের বুকে ছুরি মারল বন্ধু

২১ মে ২০২৩, ০৮:২৮ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৫ AM
কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে বন্ধু

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে বন্ধু © প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে বন্ধুর ছুরিকাঘাতে তানজিল (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। শনিবার (২০ মে) বিকেলে এ ঘটনা ঘটে উপজেলার পান্টি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে। নিহত তানজিল শেখ (২০) ওয়াসীপাড়া গ্রামের মনিরুল শেখ ওরফে মনোর ছেলে। সে পান্টি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, তানজিলসহ কয়েকজন কোচিং শেষে বিকেলে মাঠে গল্প করছিলেন। এ সময় পান্টি বাজারের চা বিক্রেতা তাদের বন্ধু ইমন ওরফে ওবাইদা (২০) এসে গল্প শুরু করেন। একপর্যায়ে তানজিলের সঙ্গে ইমনের তর্ক হয়। পরে ইমন পকেট থেকে ছুরি বের করে তানজিলের বুকে আঘাত করে।

অন্য বন্ধু ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ইমন ও তার পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও তানজিলের বন্ধু স্বাধীন বলেন, গল্প করতে করতে তানজিলের সঙ্গে ফেসবুকের ছবি পোস্ট করা নিয়ে তর্কবিতর্ক হয়। কিছু বুঝে উঠার আগেই ইমন ছুরি বের করে তানজিলের বুকে ঢুকিয়ে দেয়। এতে সেখানেই মাটিয়ে লুটিয়ে পড়ে তানজিল।

নিহতের বোন লামিয়া বলেন, তার ভাই কোচিং শেষে স্কুল মাঠে পৌঁছালে ইমন ছুরিকাঘাত করে। কিন্তু কী কারণে এ ঘটনা ঘটেছে তা জানি না।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, তানজিলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে তার বন্ধু ও স্বজনরা। এর আগেই তার মৃত্যু হয়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। 

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, বন্ধুর ছুরিকাঘাতে আরেক বন্ধু নিহত হয়েছে। কী কারণে এমন ঘটনা তা জানতে পারেননি। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬