ট্রেনে ছোড়া ঢিলে চোখ হারাতে বসেছেন চাকরিপ্রত্যাশী রবিউল

১৮ মে ২০২৩, ০৬:১৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM

© সংগৃহীত

চাকরির পরীক্ষা দিতে ঢাকায় আসার পথে ট্রেনে ছোঁড়া ঢিল চোখে লাগায় চাকরিপ্রত্যাশী রবিউল ইসলামের (২৩) জীবনে অন্ধকার নেমে আসার উপক্রম হয়েছে। গতকাল বুধবার রাতে ট্রেনে নাটোর থেকে ঢাকায় আসার পথে ঢিলের আঘাত লাগে তার ডান চোখে। এরপর থেকে সেই চোখে কিছু দেখতে পাচ্ছেন না চাকরিপ্রত্যাশী এই যুবক।

জানা যায়, চাকরির পরীক্ষা দিতে নাটোরের বাগাতিপাড়া থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকায় আসার পথে দুর্ঘটনার শিকার হন কৃষক পরিবারের এই সন্তান। গতকাল রাতে ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ সেতুতে ওঠার আগে বাইরে থেকে ছুটে আসা একটি পাথর এসে লাগে তার ডান চোখে। ট্রেনের মধ্যেই চিৎকার দিয়ে জ্ঞান হারান রবিউল।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান রেলওয়ে পুলিশের বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর।

তিনি বলেন, রাত সাড়ে দশটার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ ব্রিজে ওঠার আগে বাইরে থেকে কেউ পাথর ছুড়ে মারে। পাথরটি রবিউলের চোখে লাগার পর সে অচেতন হয়ে পড়ে। বিমানবন্দর স্টেশনে আনার পর তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। ট্রেন থেকে নামার পর সে চোখে কিছুই দেখছিল না। ঘটনা জেনে তুরাগ ব্রিজ এলাকায় গিয়ে কাউকে শনাক্ত করতে পারিনি।

বর্তমানে রবিউলকে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস। তিনি বলেন, এ ঘটনায় তার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পাঠ্যবই থেকে বাদ শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ
  • ০২ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত সমঝোতার আগেই আসন ছেড়ে এবি পার্টির মঞ্জুর ট্রলের শিক…
  • ০২ জানুয়ারি ২০২৬
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০২ জানুয়ারি ২০২৬
‘বিবিধ খরচ’ বলে নতুন বই বিতরণে টাকা আদায়ের অভিযোগ প্রধান শি…
  • ০২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যার বিচার করতে ‘বিপ্লবী সরকার’ চাইলেন বোন মাসুমা
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেরত নয়, জনগণের দেওয়া ৪৭ লক্ষ টাকা নির্বাচনেই ব্যয় করছেন তা…
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!