অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রবীণ স্কুলশিক্ষকের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৩, ১২:০৭ PM
অটোরিকশার ধাক্কায় পিরোজপুর সদর উপজেলায় একজন প্রবীণ স্কুলশিক্ষক নিহত হয়েছেন। স্কুলশিক্ষকের নাম সুধীর রঞ্জন মাঝি (৮০)। নিহত শিক্ষক সুধীর মাঝি পিরোজপুর সদর উপজেলার পাঁচপাড়া এলাকার মৃত রাখাল চন্দ্র মাঝির ছেলে। তিনি একই এলাকার গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ছিলেন।
শুক্রবার (৩ মার্চ) রাতে পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী নিহতের বোনের ছেলে (ভাগ্নে) বিভাস মজুমদার জানান, তার মামা স্কুলশিক্ষক সুধীর রঞ্জন প্রতিদিনের মতো শুক্রবার বিকালে বাড়ি থেকে পাঁচপাড়া বাজারে চা খেতে আসেন। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি জানান, তার মামা চিরকুমার ছিলেন।
জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাক্তার মো. নিজাম উদ্দিন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ.জ.ম মাসুদুজ্জামান জানান, এ ব্যাপারে কারো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে এইদিন সন্ধ্যায় পিরোজপুর-নাজিরপুর-ঢাকা মহাসড়কের পাঁচপাড়া বাজার এলাকায় অটোরিকশাটির ধাক্কায় তিনি গুরুতর আহত হন।