স্কুলছাত্রী জেসি হত্যায় বন্ধু ৩ দিনের রিমান্ডে

জেসি ও তার বন্ধু বিজয় রহমান
জেসি ও তার বন্ধু বিজয় রহমান  © ফাইল ফটো

স্কুলছাত্রী জেসিকা মাহমুদ জেসি (১৬) হত্যা মামলার প্রধান আসামি বিজয় রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  যশিতা ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিকাল সাড়ে ৫টার দিকে বিজয় মুন্সীগঞ্জ আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা  সদর থানার পরিদর্শক এসএম শফিকুল ইসলাম ১০ দিনেররিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগে গতকাল শনিবার রাজধানীর ওয়ারী থেকে বিজয় রহমানকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে রোববার ৩টার দিকে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

রোববার এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘গত ৩ জানুয়ারি সন্ধ্যায় মুন্সীগঞ্জ শহরের কোটগাঁও এলাকায় প্রেমঘটিত বিরোধের জেরে স্কুলছাত্রী জেসিকা মাহমুদকে বাড়িতে ডেকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন বন্ধু বিজয় রহমান ও তার স্ত্রী আবিদা। ঘটনার পর থেকে বিভিন্ন স্থানে আত্মগোপন করেছেন বিজয়। এর মধ্যে ফরিদপুরের একটি মাজারে ছদ্মবেশে ২২ দিন আত্মগোপনে ছিলেন। পরে ধরা পড়ার ভয়ে রাজধানীতে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে শনিবার রাতে তাকে গ্রেফতার করেছে র‌্যাব।’


সর্বশেষ সংবাদ