বাল্যবিয়ে নিবন্ধন, কাজির ৬ মাসের কারাদণ্ড

বাল্যবিয়ে নিবন্ধন করায় কাজিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড
বাল্যবিয়ে নিবন্ধন করায় কাজিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড  © টিডিসি ফটো

যশোরে বাল্যবিয়ে নিবন্ধন করার অপরাধে জেলা কাজি সমিতির সভাপতি মনিরুল ইসলামকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের কোট চত্বর এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরী।

আরও পড়ুন:শিক্ষার্থী কমছে আলিয়া মাদ্রাসায়

কাজি মনিরুল ইসলাম যশোরের রেলগেট এলাকার আব্দুর রবের ছেলে। তার দুই সহযোগী হলেন- মনিরুল ইসলামের ছেলে তারিকুল ইসলাম (২৭) ও শহরতলি বিরামপুর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে মোস্তাফিজুর রহমান (৪০)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযানে যান ভ্রাম্যমাণ আদালত। এ সময় আদালত কাজি মাওলানা মনিরুল ইসলামের অফিসে তল্লাশি চালিয়ে রেজিস্টারে বর-কনের সঠিক বয়স না লেখার প্রমাণ পায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত মাওলানা মনিরুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানাসহ ছয় মাসের কারাদণ্ড দেন।