মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে ঝাঁপ স্কুলছাত্রীর

১৪ ডিসেম্বর ২০২২, ০৪:৪৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM
মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে ঝাঁপ স্কুলছাত্রীর

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনের নিচে ঝাঁপ স্কুলছাত্রীর © ফাইল ছবি

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় উর্মি আক্তার (১৫) নামের এক দশম শ্রেণির স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেললাইনে ভাঙ্গুড়া পৌর শহরের সারুটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের খান জাহান আলীর মেয়ে। সে স্থানীয় বিবি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, উর্মি প্রতিদিন সকালে প্রাইভেট পড়তে ভাঙ্গুড়া বাজারে যেত। বুধবার পড়া শেষ করে সে রেললাইনের পাশের বাগানে বসে মোবাইল ফোনে দীর্ঘক্ষণ কারো সঙ্গে কথা বলে পরে মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ সে ট্রেন আসলে ঝাঁপ দেয়। এতে তার শরীর দ্বিখণ্ডিত হয়ে তাৎক্ষণিক মৃত্যু হয়েছে। তারা ধারণা করছেন, হয়তো মেয়েটি প্রেমিকের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে।

ভাঙ্গুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, উর্মি প্রাইভেট পড়ার কথা বলে সকালে বাড়ি থেকে বের হয়। পরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। অভিমান থেকে সে এই ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের জন্য রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনা তদন্ত করবে বলেও জানান তিনি।

পাকশী বিভাগীয় রেলওয়ে পুলিশ সুপার শাহাব উদ্দিন জানান, ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যার বিষয়টি আমরা জেনেছি।  মরদেহ উদ্ধারের জন্য ফোর্স পাঠানো হয়েছে। কী কারণে সে এমন কাজ করল সেটা তদন্ত করে দেখা হবে।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬