এসএসসির ফল পেয়ে ছাত্রী বলল মন খারাপ, পরে মিলল লাশ

৩০ নভেম্বর ২০২২, ০৯:৪৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ © প্রতীকী ছবি

নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষায় ফেল করার পর সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। সাদিয়া সাধুনগর গ্রামের কৃষক সোহরাফ মিয়ার মেয়ে। এবারের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশ নেয় সে। ইংরেজি দ্বিতীয় ও গণিত বিষয়ে অকৃতকার্য হছেছে সাদিয়া।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর বড় বোনের সাথে ফোনে মন খারাপের বিষয়টি জানায়। পরে দুপুরে সাদিয়ার সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আত্মহত্যা করেছে। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে রায়পুরা থানার উপপরিদর্শক মো. নাসির উদ্দিন লাশ উদ্ধার করেন।

নিহতের চাচাত ভাই জুয়েল মিয়া বলেন, পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কান্নাকাটি করে সাদিয়া। কৃষক বাবা বাড়ির বাইরে ছিল। ধারণা করা হচ্ছে, একা ঘরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে। সাদিয়ারর বান্ধবী লিজা জানান, পরীক্ষায় ফেল করার পর রাত পর্যন্ত কান্নাকাটি করে সাদিয়া। তাকে বোর্ডে যাচাইয়ের জন্য আবেদনসহ সান্তনা দেওয়া হয়। বিকেলে আবেদনের কথা ছিল।

রায়পুরা থানার উপপরিদর্শক মো. নাসির উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাবিতে তরুণদের কানে ধরিয়ে উঠবস করানোর কারণ জানালেন সর্ব মিত…
  • ২৬ জানুয়ারি ২০২৬
‘সাদ্দামের লগে কী করছস’ বলে বাগেরহাটের ডিসি-এসপিকে হুমকি
  • ২৬ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যা যা বদলে যাবে, নতুন যুক্ত হ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ কুষ্টিয়ায় যাচ্ছেন জামায়াত আমির
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
আ.লীগ নেতাকে ধরতে যাওয়া পুলিশের ওপর হামলা, ৩ এসআই আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬