অপহরণ নয়, ডিবি হেফাজতে রয়েছেন মেডিকেল প্রভাষক কাউসার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২২, ১১:১৬ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২২, ১১:৩১ AM
কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক কাজী কাউসার অপহরণ হননি। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (ডিবি) হেফাজতে রয়েছেন।
রোববার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান।
নৌশাদ খান জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়েছে। বর্তমানে তিনি ঢাকায় ডিবি অফিসে পুলিশের হেফাজতে রয়েছেন।
আরও পড়ুন: কোচিং থেকে মেডিকেলের প্রভাষককে তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ রোববার রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। এছাড়া ডা. কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছন তিনি।
এর আগে শনিবার (১২ নভেম্বর) কিশোরগঞ্জের একটি কোচিং সেন্টার থেকে একদল লোক কাউসারকে ডেকে নিয়ে যায় বলে জানান পরিবার ও সহকর্মীরা। শনিবার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে অজ্ঞাতপরিচয়ের কয়েকজন এসে কাউসারকে তাদের সঙ্গে যেতে বলে। কয়েক মিনিট পর তাকে একটি কালো মাইক্রোবাসে উঠিয়ে চলে যায়।
কাজী কাউসার করিমগঞ্জের জাফরাবাদস্থ রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। তিনি বাজিতপুর উপজেলার উজানচর এলাকার মির্জা আবদুল হাকিমের ছেলে।