ক্লাস না করে পার্কে ঘুরছে স্কুল ছাত্র, ব্যাগে পাওয়া গেলো কনডম 

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত  © সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটিতে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে পাঁচ কিশোরকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের ব্যাগ তল্লাশী করেন ম্যাজিস্ট্রেট। তখন তাদরে ব্যাগে স্কুল ড্রেস ও কনডম পাওয়া যায়। তারা সবাই ৮ম শ্রেণির ছাত্র। পরে শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার (১ নভম্বের) দুপুরে এ ঘটনা ঘটে। স্কুল চলাকালে ক্লাস ফাঁকি দিয়ে পার্কে ঘুরছিলো পাঁচ কিশোর। খবর পেয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে যান। স্কুল ড্রেস না থাকলেও কাঁধে ব্যাগ থাকায় সন্দেহবশত তাদের আটক করেন ম্যাজিস্ট্রেট। তল্লাশী চালান ব্যাগে। এ সময় এক ছাত্রের ব্যাগে পাঁচটি কনডম পাওয়া যায়। 

পার্কে স্কুলড্রেস পরে ঢোকা নিষেধ, সে কারণে এই কৌশলের আশ্রয় নেয় বলে জানান সংশ্লিষ্টরা। পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, স্কুল চলাকালে ছাত্র-ছাত্রী পার্কে আসতে পারবে না। আটক কিশোরদের সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়। এর মধ্যে একটি ছাত্রের ব্যাগে কনডম পাওয়া আসলেই বিস্ময়কর। লশিক্ষক ও অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ