চাকরি ছাড়া প্রসঙ্গে বিসিবির সঙ্গে সৈকতের বৈঠক, যা জানা গেল

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তাওহীদ হৃদয়
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও তাওহীদ হৃদয়   © সংগৃহীত

‘দেশের ক্রিকেটে সেরা আম্পায়ার’-এর তকমা ছাপিয়ে গেল বছরই আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির বিভিন্ন বৈশ্বিক ইভেন্টেও সফলতার সঙ্গে ম্যাচ পরিচালনা করছেন তিনি। বোর্ডার-গাভাস্কার সিরিজের মতো মর্যাদার টেস্ট সিরিজেও নিজের আম্পায়ারিং জ্ঞানের দ্যুতি ছড়িয়েছেন। বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করা সেই সৈকতই দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার চাকরি ছাড়ছেন, এমন গুঞ্জন হোম অব ক্রিকেটে।

সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়কে নিয়ে সিসিডিএমের সিদ্ধান্তে বেশ ক্ষুব্ধই হন দেশসেরা এই আম্পায়ার। এরই প্রেক্ষিতে ক্রিকেট বোর্ডের কাছে নিজের পদত্যাগপত্র দিয়েছেন বলেও জানা যায়। এ নিয়ে বুধবার (২৩ এপ্রিল) সৈকতের সঙ্গে আলোচনায় বসেছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

বৈঠকে ফলপ্রসূ আলোচনার ইঙ্গিত দিয়েছেন মিঠু। ধারণা করা হচ্ছে, সৈকত ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিংয়ে থাকছেন! একই সঙ্গে হৃদয়কে দেওয়া শাস্তিও বলবৎ হওয়ার সম্ভাবনা থাকছে!

উল্লেখ্য, আম্পায়ারের সঙ্গে অসাদাচরণ এবং ম্যাচ শেষে নেতিবাচক মন্তব্যের দায়ে ডিপিএলের সুপার লিগের ম্যাচে ডিমেরিট পয়েন্ট এবং আর্থিক জরিমানার শাস্তি হয়েছিল হৃদয়ের। বিসিবির কোড অব কনডাক্ট অনুযায়ী, ৪ থেকে ৭ ডিমেরিট পয়েন্টের জন্য ক্রিকেটারদের ২ ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হবে। ৭ ডিমেরিট পয়েন্টে ২ ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন হৃদয়। তবে তার দলের আবেদনের প্রেক্ষিতে ৪টি ডিমেরিট পয়েন্ট তুলে নেওয়া হয়। এতে এক ম্যাচের নিষেধাজ্ঞা কমে হৃদয়ের। এ নিয়েই ক্ষুব্ধ ছিলেন সৈকত।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence