হেয়ার ড্রায়ারের পর এবার ‘ট্রিমার’ পুরস্কার দিল করাচি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ PM

ক্রিকেট মাঠে খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের জন্য নানান ধরনের পুরস্কার দেওয়া হয়। কখনও অর্থ, কখনও ট্রফি, আবার কখনও স্পন্সরদের সৌজন্যে বিভিন্ন সামগ্রী পেয়ে থাকেন খেলোয়াড়রা। চলতি পিএসএলে হেয়ার ড্রায়ার উপহার দিয়ে সাড়া ফেলেছিল করাচি কিংস। ভিন্নধর্মী পুরস্কার দিয়ে ফের আলোচনায় করাচি। এবার 'ট্রিমার' পুরস্কার দিয়েছে।
গত মঙ্গলবার লাহোর কালান্দার্স ও করাচি কিংসের ম্যাচে ঘটনা এটি। এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রান করে লাহোর। ৪৭ বলে ৭৫ রানের ইনিংস খেলেন ফখর জামান। এ ছাড়া ৪১ বলে ৭৫ রানের ইনিংস খেলেন ড্যারেল মিচেলও। তবে লক্ষ্য তাড়া করতে নেমে ৬৫ রানে হেরেছে করাচি।
হারলেও দুর্দান্ত বোলিং করেন দলটির পেসার হাসান আলি। ৪ ওভারে মাত্র ২৮ রান খরচায় ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এই পারফরম্যান্সে সুবাদে তাকে পুরস্কৃত করে করাচি। তবে কোনো পদক বা আর্থিক পুরস্কার দেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।
আরও পড়ুন: পাকিস্তানের কাছে বড় হার, অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন
হাসানের হাতে চুল-দাড়ি কাটার একটি ট্রিমার তুলে দেওয়া হয়। এমন পুরস্কারে স্বাভাবিকভাবেই নেটদুনিয়ায় হাসাহাসির রোল পড়ে যায়। টি-টোয়েন্টির অন্য লিগে নগদ অর্থ দেওয়া হলেও পিএসএলে টিভি-ফ্রিজ, হেয়ার ড্রায়ার দেখে হতবাক নেটিজেনরা।
এর আগে, মুলতান সুলতানসের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন জেমস ভিন্স। ম্যাচসেরা হওয়ায় তাকে হেয়ার ড্রায়ার দিয়ে পুরস্কৃত করেছিল করাচি কিংস।
তবে এবারই প্রথম না, এর আগেও এমন বিচিত্র ঘটনা দেখা গেছে। ২০১৩ সালে বাংলাদেশে খেলতে এসে ডিপিএলে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ব্লেন্ডার পেয়েছিলেন ইংলিশ ক্রিকেটার লুক রাইট। রাইস কুকারও দেওয়া হয়েছিল। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে শেরফান রাদারফোর্ড জমি জিতেছিলেন।