১৮ বছর নাকি ৬ মাস, কোনটা দেখে আমাকে বিচার করবেন তা আপনাদের ইচ্ছা: সাকিব

১৬ এপ্রিল ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:১০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

রাজনৈতিক পটপরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি সাকিব আল হাসান। ঘরের মাঠে নিজের লালিত স্বপ্নের টেস্টও খেলা হয়নি। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফিতেও খেলা হয়ে উঠেনি। এরই মধ্যে দিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দেখছেন অনেকেই। 

তবে সাকিবের ভাবনা ভিন্ন। এখনও লাল-সবুজের জার্সিতে মাঠ মাতানোর প্রত্যাশা সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডারের। দেশের হয়ে খেলেই অবসর নেওয়ার স্বপ্ন সাবেক এই টাইগার অধিনায়কের। এমন অনেক কিছু নিয়েই সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন তিনি। 

সাকিবের মন্তব্য, ‘যখন বুঝলাম এত চাপ নিয়ে খেলতে পারব না, তখনই মনে হয়েছে শেষ। ব্যাপারটা এমন নয় যে আমি আমার দেশের হয়ে খেলতে চাই না—আমি এখনো বাংলাদেশের হয়ে খেলতে চাই, আর এই ইচ্ছা সব সময়ই থাকবে। এ নিয়ে বিসিবি সভাপতি থেকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা—সবার সঙ্গেই যোগাযোগ করেছি।’

সর্বশেষ গত বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে কানপুর টেস্টে বাংলাদেশের হয়ে খেলেছেন সাকিব। সেই সময়ে জানিয়েছিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর খেলবেন না তিনি। আর অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেট ছাড়ার ঘোষণার পাশাপাশি ওয়ানডেতে চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। তবে রাজনৈতিক বিতর্কে একটি ইচ্ছেও পূরণ হয়নি।

এ প্রসঙ্গে ৩৮ বছর বয়সী এই স্পিন অলরাউন্ডার বলেছেন, ‘হ্যাঁ, আমি সংসদ সদস্য ছিলাম। কিন্তু এখন তো আর নেই এবং কোনো দলে কোনো রাজনৈতিক পদও নেই। যে কাজটি আমি ১৮ থেকে ২০ বছর (বাংলাদেশের হয়ে খেলা) ধরে করছি, সেটা থামিয়ে দেওয়াটা কি আপত্তিকর নয়? আমি এখনো বাংলাদেশের হয়ে খেলে ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে চাই। যদি সুযোগ থাকে, আমি এক সিরিজ, দুই সিরিজ নাকি আরও এক বছর খেলব, সেই পরিকল্পনা করতে চাই।’

স্পষ্ট করেই সাকিব বলেছেন, ‘দেশের হয়ে খেলাই আমার সবচেয়ে বড় ইচ্ছা এবং সে জন্য আমি নিজের সবকিছু দিয়ে দিতে রাজি। এটাই আমার স্বপ্ন এবং সেটা পূরণ করতে আমি সবকিছুই করছি—ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বিসিবি সভাপতির সঙ্গে কথা বলছি।’

দীর্ঘ ১৯ বছরের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে সাকিব বলেছেন, ‘গত ১৮ বছর নাকি সর্বশেষ ৬ মাস, কোনটা দেখে আমাকে বিচার করবেন, তা আপনাদের ইচ্ছা।’

তিনি যোগ করেন, ‘আমি মনে করি, বাংলাদেশের হয়ে খেলার সুযোগটা আমার প্রাপ্য এবং বেশির ভাগ মানুষই চায় আমি দেশের হয়ে খেলে অবসর নিই এবং আরও কিছুদিন চালিয়ে যাই। আমার বিশ্বাস, আরও এক-দুই বছর খেলতে পারব।’

ট্যাগ: বিসিবি
ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছরে পদার্পণ: বছর…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬