তামিমের ধূমপানের কথা প্রকাশ করে ক্ষমা চাইলেন দুই চিকিৎসক

  © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবালের চিকিৎসা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি কেপিজে হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পেয়েছেন। দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে সুস্থ করে তুলতে চিকিৎসকরা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। ফলে সৃষ্টিকর্তার রহমত ও চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠছেন।

৭২ ঘণ্টা এভারকেয়ার হাসপাতালে কাটানোর পর শুক্রবার দুপুরে বনানী ডিওএইচএসে নিজ বাসায় ফিরেছেন তামিম। তবে এর আগের দিন বৃহস্পতিবার, দুই চিকিৎসকের কিছু মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

এভারকেয়ার হাসপাতালের দুই সিনিয়র চিকিৎসক— হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার ও মেডিকেল ডিরেক্টর আরিফ রহমান— এক সংবাদ সম্মেলনে তামিমের ধূমপানের প্রসঙ্গ তোলেন। তারা জানান, তামিম ধূমপান করেন এবং হাসপাতালে থাকাকালীনও ধূমপান করতে চেয়েছিলেন। চিকিৎসকদের এমন বক্তব্য অনেকেই অপেশাদার আচরণ হিসেবে দেখছেন এবং মনে করছেন, একজন পেশাদার ক্রিকেটারের ব্যক্তিগত বিষয় এভাবে প্রকাশ করা উচিত হয়নি।

এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে ২৪ ঘণ্টার মধ্যেই চিকিৎসকরা নিজেদের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, তামিমের ধূমপানের প্রসঙ্গ তুলে তারা অনিচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করেছেন, যা তার ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

প্রফেসর সাহাবউদ্দীন তালুকদার বলেন, "হৃদরোগের জন্য ধূমপান কতটা ক্ষতিকর, তা ব্যাখ্যা করতে গিয়ে আমি ভুলবশত তামিমকে জড়িয়ে ফেলেছি। এ কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত।"

এভারকেয়ার মেডিকেল ডিরেক্টর আরিফ রহমান বলেন, "আমাদের বক্তব্যের কারণে তামিম ইকবাল ভাই এবং তার পরিবার বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়েছে, যা অনভিপ্রেত। এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। আমরা চাই, তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুন, দেশবাসীর দোয়া কামনা করছি।"


সর্বশেষ সংবাদ