তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ০১:২১ PM , আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০১:২১ PM

প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন সময়ে হার্ট অ্যাটাক করে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন প্রিয় সতীর্থ ও বন্ধু সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা এবং মা শিরীন আক্তার। আজ মঙ্গলবার (২৫ মার্চ) তারা হাসপাতালে যাবেন বলে জানা গেছে।
বন্ধুর জন্য নিজের জন্মদিনে সবার কাছে দোয়া চেয়েছিলেন সাকিব আল হাসান। এবার ছেলের অসুস্থ বন্ধুকে দেখতে হাসপাতালে যাচ্ছেন সাকিবের বাবা-মা। গতকাল রাতে এক পোস্টে সাকিব লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’
তামিমের সুস্থতা কামনা করে সাকিব আরও লিখেছেন, `তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।' `তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে।'- যোগ করেন সাকিব।
প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।