তামিমের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

তামিম ইকবাল
তামিম ইকবাল  © সংগৃহীত

মোহামেডানের হয়ে ডিপিএলের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত সাভারে ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে নেওয়া হয়েছে তাকে। 

চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে। তাতে ব্লক ধরা পড়েছে। তাকে রিং পরানো হয়েছে।

সোমবার (২৪ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান তামিম একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যা কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হয়ে দাঁড়ায়। দ্রুত চিকিৎসার অংশ হিসেবে তার প্রাইমারি পিসিআই করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, এলসিএক্স ধমনিতে ব্লক রয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে একটি স্টেন্ট (রিং) বসানো হয়, যা হার্টে রক্ত প্রবাহ স্বাভাবিক করতে সহায়তা করে।

তিনি আরও জানান, প্রথমবার হাসপাতালে আসার পর তামিম ফিরে যান, তবে পরে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাকে পুনরায় ভর্তি করা হয়। এ সময় ১৫ মিনিট ধরে তাকে সিপিআর দেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন থাকায় সঙ্গে সঙ্গেই নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তার পরিবারের পাশাপাশি বিকেএসপি পরিচালকের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে।  


সর্বশেষ সংবাদ