শিশুটি কার? ভাইরাল ছবির পেছনের না বলা গল্প
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০১:১৭ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:১৬ PM

ঢাকার ব্যস্ত আগারগাঁও এলাকায় একদিন হঠাৎ করে তোলপাড় সৃষ্টি হয়। মেট্রো রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে এক নারী ও তার কোলে থাকা শিশুকন্যাকে দেখে জনমনে সন্দেহ দেখা দেয়। কারণ, শিশুটির সোনালি চুল, বাদামি চোখ আর পরিচ্ছন্ন চেহারা যেন বেমানান লেগেছিল রোদে পুড়া ক্লান্ত নারীর সঙ্গে।
কারো চোখে এমন একটি ফুটফুটে শিশু হয়তো অভিজাত কোনো পরিবারের সন্তান বলে মনে হয়েছিল, কিন্তু ওই নারী? সাধারণ এক গৃহকর্মী। কে যেন ছবি তুলে পোস্ট করেন সামাজিক মাধ্যমে, সঙ্গে মন্তব্য ‘এই শিশু কি সত্যিই ওনার?’
ভাইরাল ছবির পেছনের না বলা গল্প
ছবিটি ভাইরাল হওয়ার সাথে সাথে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বয়ে যায়। সন্দেহ, প্রশ্ন, রসিকতা, এমনকি অভিযোগও ওঠে। কিন্তু বাস্তবতা ছিল একেবারেই ভিন্ন, অনেকটা কষ্টের ছায়া মোড়া।
শিশুটির নাম ইরা মনি। বয়স মাত্র এক বছর। ওই নারীই তার জন্মদাত্রী মা, থাকেন মিরপুর ১১ নম্বরে একটি ছোট্ট ঘরে। ভাড়া মাত্র তিন হাজার টাকা। যদিও ওই মাসের ভাড়া তখনও পরিশোধ হয়নি। ইরা মনিকে কোলে নিয়ে ঘরভাড়া সংগ্রহের আশায় বের হয়েছিলেন মা।
ইরার মা জানান, ‘আমার স্বামী আমাকে ছেড়ে চলে যান, যখন আমি গর্ভবতী। মেয়ের সাত মাস বয়সে একবার ফিরে এসেছিলেন, ছিলেন মাত্র এক মাস। তারপর আর ফিরে আসেননি।’
তিনি আরও বলেন, ‘আমি বাসাবাড়িতে কাজ করি। কাজ চলে গেলে আবার খুঁজতে বের হতে হয়। এখন মনে হয়, বাইরে বাচ্চা নিয়ে বের হওয়া যেন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। সবাই সন্দেহ করে, প্রশ্ন তোলে ‘এই বাচ্চা কার?’