শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে ঢাকা কলেজ দুই দিন বন্ধ ঘোষণা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৮:০৮ PM , আপডেট: ২২ এপ্রিল ২০২৫, ০৮:০৮ PM

ঢাকা সিটি কলেজের সাথে চলমান সংঘর্ষ ও সহিংসতা এড়াতে আগামী বুধবার ও বৃহস্পতিবার ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) শিক্ষার্থীদের সংঘর্ষের পর কলেজটি বন্ধ ঘোষণা করা হয়।
কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এফ এম মোবারক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার ও বৃহস্পতিবার কলেজের সব ক্লাস স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।
তিনি গণমাধ্যমকে বলেন, ‘বুধবার ও বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক, অনার্স ও মাস্টার্স সব পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাস স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে এ দুই দিন অনার্স ও মাস্টার্সের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগের সূচি অনুযায়ী চলবে।’
এর আগে দুপুর ১২টায় শিক্ষার্থীর আহতের ঘটনার জেরে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা।
সরেজমিন দেখা যায়, সায়েন্সল্যাব মোড়ে সিটি কলেজের সামনে অর্ধশতাধিক পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা সিটি কলেজে শিক্ষার্থীদের ঘিরে রেখেছেন। এর বিপরীতে ঢাকা কলেজের শিক্ষার্থীর অবস্থান নিয়েছেন সায়েন্সল্যাব মোড় এলাকায়। সেখানে আগুন ধরিয়ে বিক্ষোভ করতেও দেখা যায় শিক্ষার্থীদের। এতে করে নীলক্ষেত থেকে সায়েন্সল্যাব অভিমুখের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।