রাজাপুরে পুষ্টি ও কৃষি উদ্যোক্তা বিকাশে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

০৩ জুন ২০২৫, ০৪:৫৪ PM , আপডেট: ০৩ জুন ২০২৫, ০৭:০৯ PM
প্রশিক্ষণ

প্রশিক্ষণ © টিডিসি ফটো

ঝালকাঠির রাজাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ৭০ জন কৃষক-কৃষাণীদের ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ এর আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টায় রাজাপুর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন, ফর নিউট্রিশন, অন্ট্রপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ইশরাত জাহান মিলি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মো. এমদাদুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার শাহনাজ পারভীন, উপজেলা আইসিটি অফিসার মো. জাহাঙ্গীর আলম।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোসা. শাহিদা শারমিন আফরোজ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৭০ জন কৃষক-কৃষাণী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও স্থানীয় সংবাদ কর্মীসহ ১০০ জন অংশগ্রহণ করেন। এ সময় প্রশিক্ষণার্থীদের পুষ্টিসহ বিভিন্ন বিষয়ে ব্যাপক ধারণা দেওয়া হয়।

খাগড়াছড়িতে সোনালী ব্যাংকে চুরি
  • ০৭ জানুয়ারি ২০২৬
জকসু নিবার্চন: আরও তিন কেন্দ্রে শিবিরের বড় লাফ
  • ০৭ জানুয়ারি ২০২৬
ত্রয়োদশ নির্বাচনের আগে-পরে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে ৭ দ…
  • ০৭ জানুয়ারি ২০২৬
হলফনামায় সম্পদ-আয় নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন নাহিদ ইসলাম
  • ০৭ জানুয়ারি ২০২৬
পবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন অধ্যাপক মো. জহুরুল হক
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘রাজনীতিতে অনাগ্রহী তন্বি বিয়েশাদি করে ব্যস্ত’— বক্তব্যের ক…
  • ০৭ জানুয়ারি ২০২৬