সম্পত্তি বিরোধে বাবার মরদেহ দাফনে ২৪ ঘণ্টা বিলম্ব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩২ PM
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বড় মরাপাগলা গ্রামে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মরদেহ ২৪ ঘণ্টা আটকে রাখা হয়েছে। অভিযোগ উঠেছে, মৃতের দুই ছেলের বিরুদ্ধে সৎমা ও বোনদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করার প্রতিবাদে পরিবার ও এলাকাবাসী মরদেহ দাফনে আপত্তি জানায়। সোমবার (২৮ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় মরাপাগলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় বিশ বছর আগে মাজেদ বিশ্বাসের প্রথম স্ত্রী মারা যান। পরে হানফু খাতুন নামে এক নারীকে বিয়ে করেন তিনি এবং এই সংসারে কোনো ছেলে মেয়ে হয়নি। প্রায় ছয়মাস আগে মাজেদ বিশ্বাস শর্য্যাশয়ী হলে পুলিশে চাকরিরত তার দুই ছেলে লতিফুর রহমান ও জাব্বার চিকিৎসার কথা বলে তার বাবাকে অন্য জায়গায় নিয়ে যান এবং সেখানে বাবার সম্পত্তি তাদের নামে লিখে নেন।
এর মধ্যে গত ১৬ এপ্রিল মাজেদ বিশ্বাসের তালাকনামা ওকিল নোটিশের মাধ্যমে হামফুল বেগমের কাছে পাঠানো হয় এবং হামফুল বেগম সেটি গ্রহণ করেননি। এ নিয়ে হানফু খাতুন স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবর অভিযোগ দিলে আগামী ৫ মে গ্রাম্য সালিসের দিন নির্ধারণ হয়। কিন্ত গত রোববার (২৭ এপ্রিল) মাজেদ বিশ্বাস রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। লাশ দাফনের জন্য তার দুই ছেলে গ্রামের বাড়ি নিয়ে এলে মাজেদ বিশ্বাসের দ্বিতীয় স্ত্রী হানফু খাতুন ও প্রথম পক্ষের মেয়ে এলাকবাসীকে সঙ্গে নিয়ে দাফনে বাধা দেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যতটুকু শুনেছি যিনি মারা গেছেন তার দুটি পক্ষ আছে। একটি পক্ষের ছেলেরা তাদের বাবাকে চিকিৎসা করার নাম করে নিয়ে গিয়ে জায়গা জমি লিখে নিয়েছে। এ নিয়ে মাজেদ বিশ্বাস মারা গেলে এক পক্ষ লাশ দাফনে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষকে নিয়ে স্থানীয়ভাবে আপোস মীমাংসা করেছে।