নাটোরে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৯ PM , আপডেট: ১৯ এপ্রিল ২০২৫, ০৬:২৯ PM

নাটোরের বড়াইগ্রামে নিজ শয়নকক্ষ থেকে আয়নাল হোসেন (৪৫) নামে এক যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৯ এপ্রিল) উপজেলার মাঝগ্রাম ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল জব্বার।
জানা গেছে, নিহত আয়নাল হোসেন উপজেলার নটাবাড়িয়া গ্রামের মৃত আব্দুলের জলিলের ছেলে ও মাঝগাঁও ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
জানতে চাইলে মাঝগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম গণমাধ্যমকে বলেন, আয়নাল হোসেন বনপাড়া বাইপাস কাউন্টারে লোকাল বাসের টিকিট বিক্রি করতেন। গত বুধবার সন্ধ্যায় তাঁকে এলাকায় দেখা গেছে। শনিবার সকালে বাড়ির ভেতর থেকে পচা গন্ধ পায় এলাকার লোকজন। ভেতরে ঢুকে ঘরের মেঝেতে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘আমরা বাড়ির ভেতরে গিয়ে দেখি ঘরের দরজা খোলা। দরজার সামনেই মেঝেতে লাশ পড়ে আছে। মনে হচ্ছে কয়েক দিন আগে মারা গেছে।’
চাচাতো ভাই আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আয়নাল হোসেনের সঙ্গে বুধবার বিকেলে মোবাইল ফোন কথা হয়েছিল। তার মেয়েকে বিয়ে দিয়েছে। স্ত্রী আরেক সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকত।’
এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।