বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল ভারতীয়রা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০৯ PM , আপডেট: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০৯ PM

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ঘাস কাটতে গেলে চোরাকারবারি সন্দেহে আজিনুর রহমান (২৪) নামে এক যুবককে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ডাঙ্গাটারি সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ওই যুবকের নাম আজিনুর রহমান। তিনি ওই গ্রামের নুর হোসেনের ছেলে। দুপুরে ঘাস কাটতে গিয়ে আজিনুর রহমান ভুলে ভারতের অভ্যন্তরে চলে যান। এসময় কয়েকজন ভারতীয় তাকে মারধর করে ভেতরে নিয়ে যান। বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়েছে।
স্থানীয় বাউরা ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, খোঁজখবর নিয়ে বিষয়টি ঊর্ধ্বতনকে জানানো হবে।
বিষয়টি জানতে ডাঙ্গাটারী ৫১ বিজিবি ক্যাম্প কমান্ডার রফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার বলেন, আজিনুরকে ৩০ বিএসএফ ব্যাটালিয়নের সরস্বতী ক্যাম্পে হস্তান্তর করেছে বলে শুনেছি।