ফেনীতে বাসচাপায় স্কুলছাত্র নিহত
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১২:০২ PM , আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ১২:০২ PM

ফেনীতে বাসচাপায় তাসিন উদ্দিন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজীর কলাবাগান এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত তাসিন ফুলগাজী সদর ইউনিয়নের বাসুরা গ্রামের প্রবাসী জাফর মিয়ার ছেলে এবং সে কিসমত বিজয়পুর মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। সে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের সহপাঠীরা জানায়, সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়া শেষে সাইকেলে করে বাড়িতে যাওয়ার উদ্দেশে রওনা হলে পরশুরাম থেকে ফেনীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাসিনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু আজ, জেনে নিন খুঁটিনাটি
এ ব্যাপারে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করেছি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’