ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে গ্রামের তরুণদের ঈদ আনন্দ ভাগাভাগি

০৩ এপ্রিল ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:৫৮ AM
ঈদ আনন্দে খেলাধুলায় মত্ত গ্রামের তরুণ-তরুণীরা

ঈদ আনন্দে খেলাধুলায় মত্ত গ্রামের তরুণ-তরুণীরা © টিডিসি ফটো

ঈদের খুশি শুধু আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বন্ধুবান্ধবদের সঙ্গে খেলাধুলা আর আনন্দ আয়োজনেও তা নতুন মাত্রা পায়। এবারের ঈদে এমনই এক অনন্য উৎসবের সাক্ষী হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার একটি গ্রামের তরুণেরা। সামাজিক সংগঠন স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী গ্রামের মহিলা ও শিশুদের নিয়ে ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা এবং রাতে ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন তারা। 

বুধবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়েনের মাদরা গ্রামে এই আয়োজন করা হয়। 

জানা গেছে, ঐতিহ্যবাহী মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, হোলক নিক্ষেপ, বিস্কুট দৌড়, চেয়ার সিটিং, মেধা যাচাইসহ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিল সংগঠনটি। এসব খেলায় গ্রামের আবাল বৃদ্ধ বনিতা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে নৈশ ক্রিকেট প্রতিযোগিতার আয়োজনও করা হয়। মাদকবিরোধী কর্মসূচিকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটি।  

স্বপ্ন রুরাল ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় মুরব্বিরা। তারা বলেন, ঈদের দিনে এমন আয়োজন শুধু আনন্দই নয়, একতা ও ভ্রাতৃত্ববোধও বাড়িয়ে তোলে। ব্যতিক্রমী এই আয়োজনে সবার মাঝে ঈদের আনন্দ ফুটে উঠেছে ভিন্নমাত্রায়, যা গ্রামের সকল মানুষের মনে আনন্দের ছোঁয়া এনে দিয়েছে। তরুণদের এই উৎসবপ্রিয়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংগঠনটির সহসভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. মারুফ হোসেন বলেন, আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য ছিল গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখা, শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়া, পারিবারিক ও সামাজিক সম্পর্ক দৃঢ় করা এবং মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে তরুণ সমাজকে রক্ষা করা। আমরা আশা করি, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা একদিন বৃহৎভাবে সামাজিক পরিবর্তন আনবে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. হাবিবুল কবির বলেন, এই আয়োজন শুধুমাত্র খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এর মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে পুনর্জীবিত করার পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার এক অনন্য প্রচেষ্টা গ্রহণ করেছি। এতে এলাকার ছেলে-মেয়ে, মা-চাচি, দাদা-দাদি সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এটি আমাদের সমাজের পারস্পরিক বন্ধনকে আরও দৃঢ় করবে।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি, খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে, আমাদের বর্তমান প্রজন্ম প্রযুক্তির অতিরিক্ত ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ক্ষতিকর। এছাড়া মাদকের করাল গ্রাস থেকে নতুন প্রজন্মকে দূরে রাখা এবং পড়াশোনা থেকে ঝরে পড়া রোধ করার জন্য খেলাধুলার বিকল্প নেই। আমরা মাদকবিরোধী কর্মসূচিকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করেছি এবং ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখব।

এসময় উপস্থিত ছিলেন সোনাবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. কেসমত আলী, মেম্বার পদপ্রার্থী মো. জিয়াদ, এসআই মাসুদ রানা বকুল, লেফটেন্যান্ট মো. আকিবুল হোসেন, সার্জেন্ট মো. নোবেল, যুগ্ম সচিব মো. আলাউদ্দীনসহ আরও অনেকে। 

ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে ব্রকোলিসহ ৩ সবজি
  • ১১ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার নৌকার মাঝি এখন ভিপি নুরদের ট্রাকে
  • ১১ জানুয়ারি ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ৮৬, আবেদন এইচএসসি-এস…
  • ১১ জানুয়ারি ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে অবস্থান কর্মসূচি
  • ১১ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবি ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
  • ১১ জানুয়ারি ২০২৬
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: রাজধানীতে গ্রেফতার ৩৯
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9