সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী রাব্বি মারা গেছেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২৫, ০৪:১৮ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৫, ০৪:২১ PM

ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থী মো. রাব্বি মারা গেছেন। এ ঘটনায় রাব্বির আহত মামাতো ভাই মো. আহাদ রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত সোমবার রাত সাড়ে ১গটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন রাব্বি। রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রাব্বি উত্তর জয়পাড়া সাহেব বাজার এলাকার দুবাই প্রবাসী মো. আনোয়ার হোসেনের ছেলে এবং জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, ঈদের দিন আনুমানিক রাতে রাব্বি ও তার মামাতো ভাই আহাদ মোটরসাইকেলযোগে রাব্বির নানির বাড়িতে যাচ্ছিলেন। হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সুন্দরীপাড়া আর্মি ক্যাম্পের রাস্তার একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক রাব্বি ও তার মামাতো ভাই আহাদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে তাদের দুজনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত আড়াইটা দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে রাব্বি মারা যান।
দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সোনামণি দত্ত জানান, ঘটনার দিন গুরুতর অবস্থায় রাব্বি ও আহাদ নামে দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।