ভুট্টাক্ষেত থেকে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার

উদ্ধার করা নবজাতক
উদ্ধার করা নবজাতক  © টিডিসি

ঠাকুরগাঁওয়ের একটি ভুট্টাক্ষেত থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ফেলে যাওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৪ মার্চ) সকালে সদর উপজেলার মহেশখালী গ্রাম থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।

খবর পেয়ে উপজেলা প্রশাসনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটির স্বাস্থ্য সুরক্ষায় জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

শিশুটিকে উদ্ধার করা পরিবার ও স্থানীয় এলাকাবাসী জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী শানু আক্তার পাশে একটি মরিচক্ষেতে কাজে করতে যান। এ সময় পাশের ভুট্টাক্ষেত থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। পরবর্তী সময়ে কয়েকজন নারী আবারও কান্নার শব্দ শুনে গিয়ে দেখেন, পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক শিশুটি ভুট্টাক্ষেতের মাঝখানে পড়ে আছে। শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নি যাওয়া হয়। পরে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সদর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরও পড়ুন: ঢাবিতে তরুণ আটক, অসৎ উদ্দেশ্যে প্রচার করতেন নারী সমন্বয়কের ফুটেজ

স্থানীয়দের তথ্যমতে, কেউ হয়তো শিশুটিকে ফেলে রেখে পালিয়েছে। তবে কে বা কারা শিশুটিকে ফেলে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি কেউ।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলাম বলেন, ‘শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করা হবে।


সর্বশেষ সংবাদ